‘ডাক্তর দেখাইয়া আর ওষুধ পাইয়া আরাম পাইছি’

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাশিবির। সোমবার সিলেটের কোম্পানীগঞ্জের খাগাইল বাজার এলাকার আল-বারাকা মোহাম্মদিয়া ইসলামিয়া গৌরিনগর মাদ্রাসায়ছবি: প্রথম আলো

‘বন্যার পানি ঘরো উঠছিল। দুই দিন থাকিয়া নামি গেছে। এরপর তনে হাতো-পাওয়ো চুলকানি। ডাক্তর দেখাইতাম পারছি না। আইজকু ডাক্তর দেখাইয়া আর ওষুধ পাইয়া আরাম পাইছি। ট্যাকাও লাগছে না।’

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জের খাগাইল বাজার এলাকার আল-বারাকা মোহাম্মদিয়া ইসলামিয়া গৌরীনগর মাদ্রাসায় কথাগুলো বলছিলেন ৭০ বছরের বৃদ্ধা সমতা বেগম। তিনি সিলেটের কোম্পানীগঞ্জের গৌরীনগর গ্রামের বাসিন্দা। সেখানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়েছিল।

‘মানবতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা’ এবং ‘নৈতিক শক্তি সাহসিকতার জয়’ শীর্ষক দিনব্যাপী এই চিকিৎসাশিবিরের আয়োজন করে দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস কে এফ ফার্মাসিউটিক্যালস। দিনব্যাপী চিকিৎসাশিবিরে চিকিৎসা নেন পাঁচ শতাধিক বিভিন্ন বয়সী মানুষ।

সোমবার সকাল থেকে সিলেটে ঝুম বৃষ্টি। এর মধ্যে খাগাইল বাজার এলাকার আল-বারাকা মোহাম্মদিয়া ইসলামিয়া গৌরীনগর মাদ্রাসায় জড়ো হন কয়েক শ মানুষ। বৃষ্টি উপেক্ষা করে ছাতা নিয়ে হাজির হয়েছিলেন চিকিৎসাসেবা নিতে। চিকিৎসা দিচ্ছিলেন তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক। চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে সারি ধরে দাঁড়িয়ে ছিলেন মানুষ। চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থাপত্র হাতে আবার সারি ধরে দাঁড়িয়েছিলেন বিনা মূল্যে ওষুধ নেওয়ার জন্য।

দিনব্যাপী চিকিৎসাশিবিরে পাঁচ শতাধিক রোগীর চিকিৎসাসেবা দেন সিলেট ইবনে সিনা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আলিম উদ্দিন, আল হারামাইন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মৃন্ময় পাল চৌধুরী ও ওয়েসিস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক মুন্নি ফেরদৌস। মৃন্ময় পাল চৌধুরী শিশু রোগীদের চিকিৎসাসেবা দেন, আলিম উদ্দিন পুরুষ রোগীদের এবং মুন্নি ফেরদৌস নারী রোগীদের চিকিৎসাসেবা দেন।

চিকিৎসকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শিশু রোগীদের ক্ষেত্রে অপুষ্টি, খোসপাঁচড়া, কাশি-জ্বর ও খাবারে অনীহা—এ সংখ্যা বেশি। পুরুষ রোগীদের ক্ষেত্রে শারীরিক দুর্বলতা, গ্যাসের সমস্যা, শরীরে ব্যথা, উচ্চ রক্তচাপ রয়েছে, এমন রোগী বেশি। অন্যদিকে নারী রোগীদের ক্ষেত্রে কোমরে ব্যথা, রক্তস্বল্পতা, চর্ম ও চোখের সমস্যাজনিত রোগী বেশি।

ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে চিকিৎসাশিবির আয়োজনে সমন্বয় করেন দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসকেএফের জ্যেষ্ঠ সহকারী বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ রহমত উল্লাহ, প্রতিষ্ঠানের সিলেটের মাঠ ব্যবস্থাপক মো. রবিউল করিম, মেডিকেল সার্ভিস কর্মকর্তা মো. জহির উদ্দিন ও আরিফ মোহাম্মদ।

চিকিৎসাশিবিরে ছয় বছরের নাতি রায়হান আহমদকে নিয়ে চিকিৎসাসেবা নিতে আসা গৌরীনগর গ্রামের ইসরাইল আলী বলেন, নাতির পায়ে ব্যথা এবং তাঁর কোমরে ও হাতে ব্যথা, এ জন্য চিকিৎসা নিতে এসেছেন। নাফিসা বেগম নামের এক নারী জানান, তাঁর স্বামী দিনমজুর। বন্যার পানি ঘরে হাঁটুসমান ছিল। এর পর থেকে তাঁর ছয় মাসের মেয়ে আমিনা আক্তারের হাতে ও মাথায় চুলকানি উঠেছে। ব্যথায় কাঁদে। খাওয়াদাওয়া ঠিকমতো করে না। স্বামী দিনমজুর হওয়ায় ঠিকমতো বাচ্চার চিকিৎসা করতে পারেননি। বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়ার খবর পেয়ে তিনি বাচ্চাকে নিয়ে এসেছেন।

ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ১ জুলাই তিনি মারা যান। ২০১৬ সালের একই দিনে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের নৃশংস হামলায় প্রাণ হারান লতিফুর রহমানের দৌহিত্র ফারাজ আইয়াজ হোসেন।

চিকিৎসাশিবিরের সমন্বয়ক মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বন্যাদুর্গত এলাকার মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য কোম্পানীগঞ্জের খাগাইল এলাকাকে বেছে নেওয়া হয়েছে। বন্যার পর চর্মরোগসহ পানিবাহিত রোগ দেখা দেয়। তাঁদের চিকিৎসার জন্যই ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো বিনা মূল্যে চিকিৎসাশিবিরের আয়োজন করা হয়েছে।