ময়মনসিংহ নগরের আকুয়া খাল পরিষ্কার করবে ৬০০ জনের একটি দল

আকুয়া খাল পরিষ্কার করা নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রস্তুতিসভা। গতকাল দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়েছবি: প্রথম আলো

ময়মনসিংহ নগরে জলাবদ্ধতা নিরসনে আকুয়া খাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। আগামী ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে খালটিতে পরিষ্কার কার্যক্রম চালাবে শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত ৬০০ জনের একটি দল। গতকাল সোমবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে ‘আকুয়া খাল ক্লিন-আপ কার্যক্রম’ শুরুর বিষয়ে প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়।

ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

সালমা তানজিয়া জানান, ৮ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্যের খালটি ময়মনসিংহ সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়ে বয়ে গেছে; যা বর্তমানে মৃতপ্রায়। তবে এর যথাযথ পরিচর্যা ও সম্মিলিত চেষ্টার মাধ্যমে খালটি পুনরুজ্জীবিত করা যাবে। এটি এমন একটি কাজ, যার মাধ্যমে ময়মনসিংহের বাসিন্দা ও অঞ্চলটির পরিবেশের জন্য সুফল বয়ে আনবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আকুয়া খাল ময়মনসিংহ নগরের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বাইপাস এলাকায় সুতিয়া নদীতে গিয়ে মিশেছে। খালটির বিভিন্ন পয়েন্টে দখল-দূষণে সরু হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটিতে পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে গেছে।

প্রস্তুতি সভায় জানানো হয়, আকুয়া খাল ক্লিন-আপ কার্যক্রমটির জন্য খালটিকে মোট ১২টি পয়েন্টে ভাগ করা হয়েছে। প্রায় ৩০০ জন শ্রমিক এটির পরিষ্কারের কাজে সম্পৃক্ত থাকবেন। এ ছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা এতে অংশ নেবেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী প্রমুখ।