সুইজারল্যান্ড ফিরে যাওয়ার এক দিন আগে ট্রাকচাপায় প্রবাসীর মৃত্যু
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই ট্রাকের চাপায় মো. মিজানুর রহমান (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে বাঘড়া ইউনিয়নের শ্রীনগর-দোহার সড়কের বরিবরখোলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান ঢাকার দোহারের সাতভিটা গ্রামের প্রয়াত ওলি খালাসির ছেলে। এক মাস আগে তিনি ছুটিতে সুইজারল্যান্ড থেকে বাড়িতে এসেছিলেন। আগামীকাল শনিবার তাঁর সুইজারল্যান্ড ফিরে যাওয়ার কথা ছিল। আহত ব্যক্তির নাম মো. আল আমিন (৩৮)। তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, মোটরসাইকেল করে রাজধানীর ঢাকা থেকে শ্রীনগরের বাঘড়া হয়ে দোহারের দিকে যাচ্ছিলেন মিজানুর ও আল আমিন। শাহ সিমেন্টের দুটি ট্রাকও এ পথ ধরে দোহারের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে সাতটার দিকে মিজানুর রহমান ট্রাক দুটি মধ্যখানের ফাঁকা অংশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে সময় মোটরসাইকেলটি দুই ট্রাকের মধ্যে পড়ে যায়। এতে চাপা লেগে ঘটনাস্থলে মিজানুর নিহত ও আল আমিন গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় লোকজন ঢাকা মেডিকেলে পাঠান।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিকান্দার হোসেন জানান, এ ঘটনায় ট্রাক দুটি জব্দ করা হলেও ট্রাকের চালক ও তাঁদের সহকারীরা পলাতক রয়েছেন। দুপুরে নিহত ব্যক্তির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।