সুনামগঞ্জে এসআইয়ের বিরুদ্ধে গ্রাম পুলিশকে চড়থাপ্পড় মারার অভিযোগ

প্রতিকি ছবি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর থানার উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে এক গ্রাম পুলিশকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত উপপরিদর্শকের নাম বিকাশ সরকার। ওই গ্রাম পুলিশের নাম আজিম উদ্দিন (৩৫)।

তবে এসআই বিকাশ সরকার বলেন, ‘আমি গ্রাম পুলিশকে চড়থাপ্পড় মারিনি এবং কারও সঙ্গে দুর্ব্যবহার করিনি। আমি একটি ঘটনার তদন্ত করতে গেলে ওই গ্রাম পুলিশ আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে। বিষয়টি উপস্থিত লোকজনও দেখেছেন। এখন সে নিজে খারাপ ব্যবহার করে তা আড়াল করার জন্য মিথ্যা অভিনয় করছে।’

এলাকাবাসী ও মধ্যনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিল জলমহালে মাছ শিকারে বাধা দেওয়ার ঘটনায় উপজেলার হামিদপুর গ্রামের নাজিম উদ্দিন (৪০), একই গ্রামের জামাল মিয়া (৩০) ও গ্রাম পুলিশ আজিম উদ্দিনের (৩৫) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। আজ বেলা সাড়ে তিনটার দিকে মধ্যনগর থানার এসআই বিকাশ সরকার অভিযোগটি তদন্ত করতে উপজেলার হামিদপুর গ্রামের সামনের সড়কে যান। এ সময় গ্রাম পুলিশ আজিম উদ্দিন নিজ বাড়ির সামনে থাকা মরিচখেতে কাজ করছিলেন।

বিকেল পৌনে চারটার দিকে এসআই গ্রাম পুলিশ আজিম উদ্দিনকে ডেকে সড়কে নিয়ে আসেন। পরে তাঁর উদ্দেশে ওই পুলিশ কর্মকর্তা বলতে থাকেন, ‘তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ। এলাকার মানুষজনও তোমার প্রতি ক্ষুব্ধ। তুমি নাকি মাছ শিকারে বাধা দিতেছ?’ তখন গ্রাম পুলিশ উচ্চ স্বরে বলেন, ‘স্যার, আমি তো কোনো অপরাধ করি নাই। তাহলে আমার বিরুদ্ধে কেন অভিযোগ করা হলো?’ এ কথা বলামাত্রই স্থানীয় লোকজনের সামনে ওই পুলিশ কর্মকর্তা গ্রাম পুলিশকে অকথ্য ভাষায় গালি দেন। এতে গ্রাম পুলিশ ক্ষিপ্ত হন। এ সময় উত্তেজিত হয়ে ওই পুলিশ কর্মকর্তা গ্রাম পুলিশ আজিম উদ্দিনকে এলোপাতাড়ি তিন-চারটি চড়থাপ্পড় মারেন। তাঁর স্ত্রী ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে এসে এ নিয়ে প্রতিবাদ করায় স্ত্রীর সামনে গ্রাম পুলিশকে আবারও চড়থাপ্পড় মারেন ওই পুলিশ কর্মকর্তা। পরে তাঁকে পুলিশ গ্রেপ্তার করার চেষ্টা করলে গ্রাম পুলিশের স্ত্রী জোর করে ছাড়িয়ে নেন।

গ্রাম পুলিশের সদস্য বলেন, ‘স্যার আমাকে খারাপ ভাষায় গালি দিলে আমি এতে প্রতিবাদ করি, তিনি আমাকে দুই দফায় এলোপাতাড়ি চড়থাপ্পড় মেরেছেন। বিষয়টি জানানোর জন্য আমি ইউএনও স্যারকে কল করেছিলাম, কিন্তু তিনি ফোন ধরেননি।’

গ্রাম পুলিশের স্ত্রী রোকেয়া বেগম (২৫) বলেন, ‘আমার সামনেই আমার স্বামীকে এসআই বিকাশ সরকার চড়থাপ্পড় মেরেছেন। তিনি আমার সঙ্গেও দুর্ব্যবহার করেছেন। এ ঘটনায় আমি সুবিচার চাই।’

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান বলেন, ঘটনার সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, ‘আমি ওই গ্রাম পুলিশকে ফোন করে পাচ্ছি না। স্থানীয় ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রাম পুলিশের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ নেওয়াসহ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছি।’