সিলেট-জকিগঞ্জ সড়কে আজও বাস চলাচল বন্ধ, সন্ধ্যায় বৈঠকের পর সিদ্ধান্ত

সিলেট-জকিগঞ্জ সড়কে আজ সকাল থেকে কোনো বাস চলাচল করেনি। আজ সকালে কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে বাসগুলো এভাবে দাঁড় করানো ছিলছবি: প্রথম আলো

সিলেট-জকিগঞ্জ সড়কে আজ মঙ্গলবারও যাত্রীবাহী বাস চলাচল বন্ধ আছে। কর্মবিরতির নামে গতকাল সোমবার থেকে সড়ক পথটিতে বাস চলাচল বন্ধ রেখেছেন চালক-শ্রমিকেরা। এতে দুর্ভোগে পড়েছেন ওই রুটের যাত্রীরা।

গত রোববার দুপুরে জকিগঞ্জ উপজেলার কামালগঞ্জ এলাকায় বাসের ধাক্কায় এক স্কুলছাত্রের নিহতের জেরে বাস ভাঙচুরের ঘটনা ঘটে। পরে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়।

এদিকে ধর্মঘটের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিক পরিবহনের নেতাদের বৈঠকে ডেকেছেন জেলা প্রশাসক। এতে ধর্মঘটের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে বলে জানান জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে জকিগঞ্জে যানবাহন ভাঙচুরের প্রতিবাদে আজ সকালেও সিলেট-জকিগঞ্জ ও বিয়ানীবাজার সড়কে ধর্মঘটের ডাক দেন পরিবহন শ্রমিকেরা। বাস চলাচল না করায় বিকল্প উপায়ে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে করে বিভিন্ন গন্তব্যে চলাচল করছে যাত্রীরা।

পরিবহন শ্রমিকদের অভিযোগ, দুর্ঘটনা ঘটলে স্থানীয় বাসিন্দারা আইন নিজেদের হাতে তুলে নেন, যানবাহনে ভাঙচুর করেন। এর প্রতিবাদে তাঁরা এমন কর্মসূচি দিয়েছেন। যানবাহন ভাঙচুরের প্রতিবাদে সিলেট জেলায় ধর্মঘটের আহ্বান করলেও কর্মসূচি থেকে সরে এসেছেন তাঁরা। তবে পরবর্তীতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটালে সিলেট জেলায় ধর্মঘটের ডাক দেওয়ার হুঁশিয়ারি জানায় তাঁরা।