ভারতে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আটক

আটক চন্দন কুমার পালছবি: সংগৃহীত

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁকে আটক করা হয়।

আটক চন্দন কুমার পাল শেরপুর সদর থানার একটি হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ১২ আগস্ট থানায় মামলা হয়।

ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারতে যাওয়ার জন্য আজ বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশ করেন চন্দন কুমার পাল। এ সময় তাঁর চলাফেরা দেখে ইমিগ্রেশনে কর্মরত পুলিশের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাঁরা জানতে পারেন, চন্দন কুমার পাল শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তিনি শেরপুর সদর থানায় হওয়া একটি হত্যা মামলার আসামি। এ সময় তাঁকে আটক করে বেনাপোল বন্দর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক মজুমদার বলেন, ইমিগ্রেশনে চন্দন কুমার পালকে দেখে হাইপ্রোফাইল (গুরুত্বপূর্ণ) ব্যক্তি বলে মনে হলে গুগলে তাঁর নাম-ঠিকানা লিখে খুঁজে দেখেন। তখন তাঁর রাজনৈতিক পরিচয় জানতে পারেন। পরে শেরপুর সদর থানায় যোগাযোগ করে জানা যায়, ছাত্র আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার আসামি তিনি। তখন তাঁকে আটক করে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁকে শেরপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হবে।