আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না: রুমিন ফারহানা
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেন, নির্বাচন যত দ্রুত হবে, দেশটা তত দ্রুত স্থিতিশীলতার দিকে যাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা দ্রব্যমূল্যের কোনো কিছুই অস্থায়ী সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না।
আজ সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হোসেন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার প্রমুখ।
রুমিন ফারহানা বলেন, ‘মানুষ আশা নিয়ে তাকিয়ে আছে কবে ভোট দেবে, কবে একটি নির্বাচিত সরকার আসবে। তাই যত দ্রুত নির্বাচন হয় ততই ভালো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬–এর জুনে নির্বাচন হবে। এতে আমরা সর্বশেষটা ধরে নিতে পারি, ২০২৬–এর জুনেই নির্বাচন হবে।’
রুমিন ফারহানা বলেন, ‘গত ১৫ বছর একটা দুঃসহ অবস্থার মধ্যে ছিল দেশ। সেখান থেকে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সরকার গঠিত হয়েছে। আমরা প্রথমে শুনেছিলাম পুলিশ-প্রশাসন সরকারকে সেভাবে সাহায্য করছে না। এখনো বিষয়গুলো অতটা স্থিতিশীল অবস্থায় আসেনি। দেশি-বিদেশি বিনিয়োগও সেভাবে হচ্ছে না।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, বাংলার মাটিতে গুম এবং নির্বিচারে মানুষ হত্যার বিচার হবে। যারা এ ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের কারও রেহাই নাই।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার প্রয়োজন। তাঁকে বিগত সরকার ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। তাঁকে চিকিৎসা নিতে দেননি। দেশের চিকিৎসকগণ বলেছেন তাঁর চিকিৎসা দেশে হওয়ার কোনো উপায় নেই। তাঁর শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে দীর্ঘ সময় তিনি দেশের বাইরে যেতে পারেননি। আশা করছি, বিদেশে চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে তিনি তাঁর নেতা-কর্মী এবং দেশের মানুষের মাঝে ফিরে আসবেন।
খালেদা জিয়ার বিদেশ সফরে যাওয়া মানে মাইনাস টু ফর্মুলা কি না—এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, মাইনাস টু ফর্মুলা বাংলাদেশে অতীতেও সফল হয়নি, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না।