দলের নির্দেশনা অমান্য করায় নাটোরে বিএনপি নেতাকে শোকজ

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ
ছবি: সংগৃহীত

দলের কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করায় নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজে বলা হয়, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্যসচিব দাউদার মাহমুদের বিরুদ্ধে দলের কেন্দ্রীয় নির্দেশনা লঙ্ঘন করে নিজ এলাকায় মোটরসাইকেলে শোভাযাত্রা করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এ কারণে দলের পক্ষ থেকে তাঁকে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এর লিখিত জবাব ঢাকার নয়াপন্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গত বুধবার বেলা সাড়ে তিনটায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা শুরু করেন দাউদার মাহমুদ। এ শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা–কর্মীরা মোটরসাইকেল নিয়ে যোগ দেন। পরে তাঁরা সিংড়া-বারুহাস ডুবন্ত সড়ক হয়ে বিয়াসবাজারে জনসভায় মিলিত হন। সেখানে দাউদার মাহমুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে বিয়াসবাজারসহ মোটরসাইকেল চলাচলকারী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং জনসাধারণ চলাচলে দুর্ভোগে পড়েন।

কারণ দর্শনোর নোটিশ প্রসঙ্গে দাউদার মাহমুদ জানান, তিনি নিজে কাউকে মোটরসাইকেল নিয়ে তাঁর সঙ্গে জনসভায় যেতে বলেননি। এলাকার মানুষ নিজের ইচ্ছায় সেখানে গিয়েছিলেন। গন্তব্যের একমাত্র সড়ক হয়ে যাওয়ার কারণে সব মোটরসাইকেল একত্র হয়ে যায়। এতে যানজট সৃষ্টি হয়নি বা জনদুর্ভোগ হয়নি।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম জানান, দলের নির্দেশনা মেনে চলা প্রত্যেক নেতা-কর্মীর দায়িত্ব। এটা লঙ্ঘন করলে দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে। দাউদার মাহমুদের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম হবে না।

প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর দেশের চলমান পরিস্থিতিতে দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিল বিএনপি। যেখানে মোটরসাইকেল বহর বা অন্য কোনো যানবাহন নিয়ে শোভাযাত্রা পরিহার করার নির্দেশ দেওয়া হয়।