দাউদকান্দিতে ট্রাক খাদে, মহাসড়কের ঢাকামুখী লেনে যানজট
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাকবলিত একটি ট্রাক খাদ থেকে তুলতে গিয়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ঢাকামুখী লেনে তীব্র যানজটের দেখা দিয়েছে। এতে উপজেলার শহীদনগর থেকে রায়পুর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। তীব্র গরমের মধ্যে ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট যাত্রী ও চালকেরা। আজ শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ওই এলাকায় যানজট দেখা যায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার পুটিয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খাদ পড়ে যায়। সেখান থেকে এটিকে উত্তোলন করতে গেলে ঢাকাগামী লেন বন্ধ হয়ে যায়। ঢাকামুখী যানবাহনের চালকেরা উল্টো পথে যাওয়ার চেষ্টা করলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাকচালক রুবেল ইসলাম ও চালকের সহকারী তাসফুল মিয়া প্রথম আলোকে জানান, চট্টগ্রাম বন্দর থেকে বিটুমিন নিয়ে আজ ভোর চারটার দিকে পুটিয়া এলাকায় পৌঁছান তাঁরা। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় তাঁদের ট্রাকটি চাপা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে প্লাবন ভূমির মৎস্য প্রকল্পের জমিতে পড়ে যায়। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও চালকের সহকারী সুস্থ আছেন।
খবর পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ সকাল সাতটায় ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি মৎস্য প্রকল্প থেকে উত্তোলন করে। এ সময় ঢাকাগামী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে যাওয়ার সময় তাঁদের ট্রাকটি চাপা দেয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে প্লাবন ভূমির মৎস্য প্রকল্পের জমিতে পড়ে যায়। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক ও চালকের সহকারী সুস্থ আছেন।
স্থানীয় বেকিনগর গ্রামের বাসিন্দা কৃষক আক্তার হোসেন ও ইসমাইল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি খাদ থেকে তোলার জন্য আধা ঘণ্টার বেশি সময় ঢাকাগামী দুই লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছু সময় যানজটে আটকে থাকার পর যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িগুলো উল্টো পথ দিয়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করলে যানজট তীব্র আকার ধারণ করে।
কুমিল্লাগামী একতা পরিবহনের বাসের চালকের সহকারী মো. মহিউদ্দিন মহাসড়কের জিংলাতলী এলাকায় দাঁড়িয়ে সকাল নয়টায় বলেন, গৌরীপুর থেকে জিংলাতলী পর্যন্ত আড়াই কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে পাঁচ মিনিট সময় লাগার কথা ছিল। কিন্তু যানজটে আটকা পড়ে এক ঘণ্টা সময় লেগেছে।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।