গাছ থেকে পড়ে ঝিমাচ্ছিল শকুন, উদ্ধার করল বন বিভাগ

শকুন উদ্ধার করে নিয়ে গেছে বন বিভাগ। গতকাল শনিবার দুপুরেছবি: প্রথম আলো

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। ক্ষুধার্ত শকুনটি দুর্বল হয়ে একটি গাছ থেকে পড়ে ঝিমাচ্ছিল।

গতকাল শনিবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা বাজার থেকে স্থানীয় লোকজন শকুনটিকে উদ্ধার করে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মীরা শকুনটি উদ্ধার করে তেঁতুলিয়া ইকো পার্কে নিয়ে আসেন। সেখানে খাবার খাওয়ানোর পাশাপাশি চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বুলবুল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাংলাবান্ধা বাজারে একটি কাঠবাদাম ও একটি কাঁঠালগাছ পাশাপাশি আছে। সেখানে দুপুরে একটি গাছ থেকে আকস্মিকভাবে বড় আকারের একটি পাখি মাটিতে পড়তে দেখে ভিড় করে স্থানীয় লোকজন। এটি শকুন বলে বুঝতে পেরে আটকে রেখে তেঁতুলিয়া উপজেলা বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন স্থানীয় বাসিন্দারা। বন বিভাগের কর্মকর্তারা এসে শকুনটিকে নিয়ে যান।

আজ রোববার সকালে বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা বিট কর্মকর্তা নুরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘উদ্ধার করার পর শকুনটি আমাদের তত্ত্বাবধানে আছে। শকুনটিকে দেখে হিমালিয়ান গৃধিনি প্রজাতির বলে মনে হচ্ছে। এটি প্রাপ্তবয়স্ক, ওজন ১৫ কেজির ওপর হতে পারে। খাবারের সন্ধানে ভারত থেকে শকুনটি বাংলাদেশে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষুধার্ত শকুনটি বেশ দুর্বল হয়ে পড়েছিল। উদ্ধারের পর শকুনটিকে খাবার খাওয়ানো হয়েছে। এখন এটি অনেকটা সুস্থ হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী শকুনটি পরে অবমুক্ত করা হবে।’