২১ ঘণ্টা পর ময়মনসিংহে গ্যাস সরবরাহ স্বাভাবিক

ময়মনসিংহে গ্যাস লাইন ফেটে সরবরাহ বন্ধ থাকায় তা মেরামতের কাজ করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে তোলা
ছবি: প্রথম আলো

প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ময়মনসিংহের তিতাসের গ্যাস সরবরাহ চালু হয়েছে। মেরামত শেষে আজ মঙ্গলবার রাত আটটার দিকে গ্যাস সরবরাহ চালু হয়। তবে গ্রাহক পর্যায়ে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে গতকাল সোমবার রাত ১১টা থেকে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ করা হয়। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের নারায়ণপুর গ্রামে মিনিস্টার হাইটেক পার্কের পাশে ডিফেং ইকোনমিক জোন নামে চীনা একটি কোম্পানির পাইলিং করতে গিয়ে ঢাকা-ময়মনসিংহ তিতাস গ্যাস সঞ্চালন পাইপলাইনটিতে আঘাত করায় ফেটে যায়। গতকাল সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দিনভর গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখলেও মেরামতকাজের জন্য রাত ১১টার পর গ্যাস লাইনে সরবরাহ বন্ধ করা হয়।

আরও পড়ুন

তিতাস গ্যাস কোম্পানি ময়মনসিংহের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ সারা দিন মেরামতকাজ শেষে রাত আটটার দিকে সঞ্চালন লাইনটি চালু করা হয়। লাইনটি একদম ফাঁকা থাকায় গ্রাহক পর্যায়ে সঠিকভাবে গ্যাস পৌঁছাতে কিছুটা সময় লাগবে।

আরও পড়ুন

তিতাসের ময়মনসিংহরে আঞ্চলিক বিক্রয় বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী সুরঞ্জিত কুমার দে বলেন, গ্যাস সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় গ্যাস সরবরাহ বন্ধ থাকে। এতে আবাসিক গ্রাহক ৪০ হাজার, বাণিজ্য গ্রাহক ২৫০ ও ১৩টি সিএনজি পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) শম্ভুগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটিও গ্যাস পায়নি।

দিনভর গ্যাস না থাকায় আবাসিক গ্রাহকেরা চরম বিপাকে পড়েন। দুপুরে খাবারের জন্য শহরের হোটেলগুলোয় দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। অনেক হোটেলে বেলা দুইটার আগেই খাবার শেষ হয়ে যাওয়ায় হোটেলমালিকেরা তাঁদের দোকান বন্ধ করে দেন।