নোয়াখালীর সুবর্ণ চর ও চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে দুজনের মৃত্যু

বজ্রপাত

নোয়াখালীর সুবর্ণচর ও চট্টগ্রামের বাঁশখালীতে পৃথক ঘটনায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সুবর্ণচরে নিহত ব্যক্তির নাম মো. চৌধুরী মিয়া (৫০), তিনি পেশায় কৃষক। আজ বুধবার সকাল ছয়টার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহত চৌধুরী মিয়া উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের বাসিন্দা। তাঁর ছয় সন্তান রয়েছে।

চরওয়াপদা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল কাশেম প্রথম আলোকে বলেন, সকাল ছয়টার দিকে চৌধুরী মিয়া বাড়ির পাশের খেতে রাখা তাঁর মহিষগুলো দেখতে যান।

এমন সময় হঠাৎ ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। খেতের মধ্যেই চৌধুরী মিয়া বজ্রাহত হয়ে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রাত ১২টার সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. সজীব উদ্দিন (১৯)। তিনি বাহারছড়া ইউনিয়নের মো. ফজলুল কাদেরের ছেলে।

স্থানীয় লোকজন বলেন, গতকাল রাতে আকস্মিক বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি বন্ধ হলে বাড়িতে ফিরছিলেন সজীব। এ সময় বাড়ির কাছেই হঠাৎ বজ্রপাতে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। তাঁকে উদ্ধার করে বাঁশখালীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মো. সজীব উদ্দিন আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন। ঘটনার দিন বিকেলে তিনি বাহারছড়া সৈকতে বন্ধুদের সঙ্গে ফুটবলও খেলেন।