বউভাতের অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষ, আহত ১০

মাদারীপুরে বউভাতের অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে

মাদারীপুরে বউভাতের অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ শনিবার দুপুরে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুরে শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সিডি রোড এলাকার রিপন দেওয়ানের মেয়ে ফাতেমাতুজ জোহরার সঙ্গে শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোড়লকান্দি গ্রামের খলিল ব্যাপারীর পারিবারিকভাবে বিয়ে হয়। আজ দুপুরে বরের বাড়িতে বউভাতের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয় পাশের নিলখী গ্রামের সুরুজ মিয়াকে। দুপুরে মেহমান সুরুজকে খাবার পরিবেশন করা হয়। এ সময় মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় রেগে যান সুরুজ। পরে এ নিয়ে বরপক্ষের লোকজনের সঙ্গে সুরুজের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সুরুজ সঙ্গে থাকা লোকজন নিয়ে বর খলিল ব্যাপারীর লোকজনের ওপর হামলা চালান। পরে উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষে হেমায়েত ঢালী, বেল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদারসহ আহত হয় অন্তত ১০ জন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে হেমায়েত ঢালীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর বউভাত অনুষ্ঠানে আসা অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, বিয়ের বউভাত অনুষ্ঠানে মুরগির রোস্ট দিতে দেরি হওয়ায় এ সংঘর্ষ হয়। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।