আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ

সিলেটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার বিক্ষোভ মিছিলছবি: প্রথম আলো

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে ফ্যাসিবাদী শক্তি উল্লেখ করে দলগুলোর পাশাপাশি তাঁদের সহযোগীদের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় নগরের চৌহাট্টা এলাকার বিজয় চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচির শেষ হয় বন্দরবাজার এলাকায়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র অধিকার পরিষদ সিলেট মহানগরের সভাপতি এ বি আল মাহমুদ ও জেলার সাধারণ সম্পাদক হাসান আহমদ চৌধুরী মাজেদ। মিছিলের পর একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে এ বি আল মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। এদের যারা সহযোগিতা করবে, পুনর্বাসনের সুযোগ দেবে; তাদেরও প্রতিহত করা হবে। বাংলার মাটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঠাঁই হবে না।’

আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে দাবি করে হাসান আহমদ চৌধুরী মাজেদ বলেন, ‘যারা এ দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ন চালাবে কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসন দিতে সহযোগিতা করবে, তাদের আওয়ামী লীগের মতো বাংলাদেশ থেকে উৎখাত করা হবে।’