ধামরাইয়ে নববর্ষের অনুষ্ঠানে তরুণ গুলিবিদ্ধ
ঢাকার ধামরাইয়ে নববর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার রোয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত আকাশ সরকার (১৮) ধামরাই উপজেলার রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাতে একদিকে গুলিবিদ্ধ অবস্থায় আকাশকে হাসপাতালে আনা হয়। তাঁর বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়েছে। তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ধামরাই থানা–পুলিশ জানায়, গতকাল দিবাগত রাতে ধামরাই উপজেলার রোয়াইল এলাকায় থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে এক যুবকের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। ওই যুবক ফাঁকা গুলি ছোড়ার চেষ্টা করছিলেন। ধাক্কাধাক্কির এক পর্যায়ে ওই আগ্নেয়াস্ত্র থেকে গুলি বের হয়ে আকাশের বুকে লাগে। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
আজ সকালে ঘটনাস্থলে যায় ধামরাই থানা–পুলিশের একটি দল। পুলিশ সদস্যরা স্থানীয়দের কাছ থেকে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করেন। পরে তাঁরা আহত আকাশের পরিবারের সঙ্গে কথা বলেন।
আকাশ সরকারের বাবা প্রতুল সরকার প্রথম আলোকে বলেন, গতকাল রাতে আকাশ স্থানীয় মাঠে ব্যাডমিন্টন খেলতে যান। খেলা শেষে মাঠের পাশে একটি বাড়িতে গান বাজানো হচ্ছিল। সেখানে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। রাব্বি খান নামের একজন গুলি ছুড়েছে বলে তিনি জানতে পেরেছেন। আকাশের চিকিৎসা নিয়ে তাঁরা ব্যস্ত আছেন। পরে তাঁরা মামলা করবেন।
আজ বেলা দুইটার দিকে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আহত যুবকের পরিবারের সদস্যরা এখনো কোনো অভিযোগ দেননি। স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।