বগুড়ায় বগি লাইনচ্যুত হওয়ার সোয়া তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেনফাইল ছবি

বগুড়ার সান্তাহার ছেড়ে আসা বোনারপাড়াগামী ‘ফোর নাইনটি কলেজ ট্রেনে’র ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার সোয়া তিন ঘণ্টার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। গতকাল রোববার রাত ৮টা ৪০ মিনিটে বগুড়ার গাবতলী রেলস্টেশনে যাত্রাবিরতির আগে ট্রেনটি লাইনচ্যুত হয়।

এ সম্পর্কে বগুড়া রেলস্টেশনের মাস্টার সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ফোর নাইনটি কলেজ ট্রেন নির্ধারিত যাত্রাবিরতির পর রাত ৮টা ২০ মিনিটে বগুড়া রেলস্টেশন অতিক্রম করে। ট্রেনটি গাবতলী রেলস্টেশনে পৌঁছার পর সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেসের সঙ্গে ক্রসিং হওয়ার কথা ছিল। কিন্তু রাত ৮টা ৪০ মিনিটে গাবতলী স্টেশনে যাত্রাবিরতির আগেই ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। সান্তাহার থেকে আসা উদ্ধারকারী ট্টেন লাইনচ্যুত বগি উদ্ধার করে। রাত ১১টা ৫৫ মিনিটের দিকে ঢাকার সঙ্গে বন্ধ উত্তরবঙ্গের সব ধরনের রেল যোগাযোগ পুনরায় চালু হয়।

বগুড়া রেলস্টেশন সূত্রে জানা যায়, রেলওয়ের সিগন্যাল বার্তা পেয়ে পদ্মরাগ এক্সপ্রেস ও করতোয়া এক্সপ্রেস ট্রেন দুটি গাবতলী ও সুখানপুকুর স্টেশনে আটকে দেওয়া হয়। লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ এক্সপ্রেস এবং বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস রাত ১২টার পর বগুড়া রেলস্টেশনে পৌঁছায়। এ ছাড়া বুড়িমারী-সান্তাহার-ঢাকা পথে চলাচলকারী আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ে বগুড়া রেলস্টেশনে এসে পৌঁছায়।

গত এক মাসের পরিসংখ্যান থেকে জানা যায়, ঢাকা-সান্তাহার-লালমনিরহাট রেলপথে তিন দফা চলন্ত ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ২৫ জুন সকাল সাড়ে আটটায় বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনের কাছে কলেজ ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় প্রায় তিন ঘণ্টা রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

২৯ মে বেলা পৌনে তিনটায় বগুড়ার সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী উত্তরবঙ্গ মেইল ট্রেনের একটি বগি কাহালু রেলস্টেশনের অদূরে লাইনচ্যুত হওয়ায় প্রায় আড়াই ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ ছিল।