খুলনায় গুলি করে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা, ১৮ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই

হত্যা
প্রতীকী ছবি

খুলনায় মাছ ব্যবসায়ী সাদেকুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নিহত সাদেকুরের স্ত্রী হাবিবা রানু বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আর অজ্ঞাতনামা আসামি করা হয়েছে চার থেকে পাঁচজনকে।

এর আগে গতকাল সন্ধ্যা সাতটার দিকে খুলনা নগরের ময়লাপোতা এলাকার আহছান উল্লাহ কলেজের সামনে দুর্বৃত্তের গুলিতে সাদেকুর রহমান নিহত হন। এতে জাহিদ হাসান নামের আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার ১৮ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ বেলা একটা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জাহিদের পায়ে গুলি লেগেছে। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর নিহত সাদেকুরের পেটের বাঁ পাশ, গলা ও মুখে গুলির চিহ্ন আছে। দুজনের বাড়ি নগরের দেবেন বাবু সড়কে। দুজনেই মাছ ব্যবসায়ী।

নিহত সাদেকুর মাদক ব্যবসায়ী ছিলেন বলে পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তাঁর নামে একটি হত্যা মামলাসহ মাদক, মারামারি ও প্রতারণার অভিযোগে ১০টি মামলা আছে। পুলিশের ধারণা, মাদক–সংক্রান্ত বিষয়ে টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঝামেলা হওয়ার কারণে সাদেকুরকে হত্যা করা হয়েছে। তবে মামলার এজাহারে পূর্বশত্রুতার কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল সন্ধ্যায় সাদেকুর ও জাহিদ খুলনা নগরের ময়লাপোতা এলাকার আহছান উল্লাহ কলেজের সামনের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে সাদেকুর মারা যান। আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান অব্যাহত আছে।