সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সিলেট নগরের মদিনা মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবলীগ নেতার নাম ইকবাল হোসেন (৪৫)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামের আবদুল মালেক আমিনের ছেলে তিনি।
র্যাব জানায়, সিলেট কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় ইকবালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গত ৪ আগস্ট সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় ছাত্র–জনতার ওপর হামলার চালানোর অভিযোগে ২৬ আগস্ট মামলা করা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম) মো. মশিহুর রহমান সোহেল বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, গ্রেপ্তার যুবলীগ নেতাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।