ফরিদপুরে কলেজছাত্র হত্যার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি
ফরিদপুরে কলেজছাত্র ও জেলা পূজা উদ্যাপন পরিষদের কর্মী প্রান্ত মিত্র হত্যার (২৩) সঙ্গে জড়িত ব্যক্তিদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, প্রান্ত মিত্রের হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে না পারলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। হঠাৎই শান্ত ফরিদপুরে একের পর এক ঘটনার মধ্য দিয়ে অশান্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে কারা সম্পৃক্ত, সঠিক তদন্তের মাধ্যমে তা খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে।
বন্ধুর বোনকে রক্ত দিতে গত রোববার দিবাগত রাত দুইটার দিকে শহরের ওয়্যারলেস পাড়া এলাকার বাড়ি থেকে ফরিদপুর ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে যাওয়ার পথে আলীপুর সেতুর উত্তর পাশে ধারালো অস্ত্র দিয়ে প্রান্ত মিত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত প্রান্ত মিত্র ফরিদপুরের রাজেন্দ্র কলেজের সম্মান তৃতীয় বর্ষের উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও হিন্দু ছাত্র পরিষদের রাজেন্দ্র কলেজ শাখার আহ্বায়ক ছিলেন। নিহত প্রান্ত মিত্র শহরের ওয়্যারলেস পাড়ার বিকাশ মিত্রের ছেলে। তিনি শহরের হাউজিং আবাসিক এলাকায় দীপ শিখা স্কুল নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করতেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, গত সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে প্রান্তের লাশ তুলে দেওয়া হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা করার প্রক্রিয়া চলছে।