শ্যামপুর চিনিকলসহ বন্ধ চিনিকলগুলো চালুর দাবি
রংপুরের শ্যামপুর চিনিকলসহ বন্ধ থাকা সব চিনিকল চালু, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহাল, বকেয়া বেতন পরিশোধসহ আখচাষিদের বাঁচানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ রোববার দুপুরে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচি হয়।
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক সুরেশ বাসফোরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মানস নন্দী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রেজা, বাসদ (মার্ক্সবাদী) রংপুর জেলার আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্যসচিব আহসানুল আরেফিন, আখচাষি মকবুল হোসেন চৌধুরী প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন আখচাষি মাহফুজার রহমান, শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি আক্তারুল বাদশা, সাধারণ সম্পাদক মমতাজুল আল মোস্তফা।
সমাবেশে বক্তারা বলেন, করোনা মহামারির সময়ে গুটিকয়েক চিনি আমদানিকারক ব্যবসায়ী ও ভারতের স্বার্থে আওয়ামী লীগ সরকার দেশের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকল বন্ধ করে দেয়। এর সব কটিই উত্তরবঙ্গে। রংপুরের একমাত্র ভারী শিল্প শ্যামপুর চিনিকল। চিনি উৎপাদনে এটি বাংলাদেশে দ্বিতীয়। এই চিনিকল ছিল ৩০ হাজার মানুষের জীবনযাপনের অবলম্বন। তাই অবিলম্বে শ্যামপুর চিনিকলসহ বন্ধ থাকা সব চিনিকল চালু করে দেশীয় চিনির উৎপাদন বাড়ানোর দাবি জানান তাঁরা।