চকরিয়ায় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে চালকসহ নিহত ২
কক্সবাজারের চকরিয়া উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে উপজেলার উত্তর হারবাং ১২ নম্বর সেতু এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ট্রাকটির চালক এরশাদ মণ্ডল (৩৮) ও তাঁর সহকারী শিব্বির আহমদ (১৯)। নিহত এরশাদ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। নিহত শিব্বির সিলেটের গোয়াইনঘাট উপজেলার মুহাম্মদপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
চকরিয়া ফায়ার স্টেশনের কর্মী দীপ্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, কক্সবাজারমুখী সিমেন্টবোঝাই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারালে উত্তর হারবাং ১২ নম্বর সেতুর রেলিংয়ে ধাক্কা লাগে। মুহূর্তের মধ্যে ট্রাকটি উল্টে মহাসড়কের পূর্ব পাশে প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তাঁর সহকারী মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দুটি উদ্ধার করেন।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক খোকন কান্তি প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।