সিরাজদিখানে নারীকে শ্বাসরোধ করে হত্যা, প্রবাসফেরত স্বামী আটক
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িত অভিযোগে ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের নতুনচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম সাদিয়া আক্তার (২৬)। তিনি লতব্দি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের রানা মিয়ার মেয়ে। তাঁর স্বামীর নাম মো. মিজান। তিনি বাসাইল ইউনিয়নের নতুনচর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে সাদিয়া ও মিজানের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে রিয়াদ হোসেন (৯) নামে এক ছেলে ও ফাইজা (৩) নামের এক মেয়ে রয়েছে। বিয়ের কয়েক বছর পর মিজান কাজের জন্য কুয়েত যান। মধ্যখানে কয়েকবার ছুটিতে আসেন। বিদেশ যাওয়ার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। দুই মাস আগে মিজান দেশে আসেন। এরপর কলহ আরও বেড়ে যায়। রোববার রাতে তাঁরা ঝগড়ায় জাড়ায়। রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীকে মারধর করেন মিজান। একপর্যায় স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রাতেই মিজানকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, মিজান প্রায় দুই মাস আগে কুয়েত থেকে ছুটিতে বাড়িতে এসেছেন। স্বামী-স্ত্রী দুজনের মধ্যে বনিবনা ছিল না। পারিবারিক কলহের কারণেই স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন মিজান। তাঁকে রাতেই আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।