শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে মোটরসাইকেলে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলশিক্ষার্থীর প্রাণ গেছে। আজ মঙ্গলবার ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

ওই শিক্ষার্থীর নাম আতিকুল ইসলাম (১৭)। সে মোটরসাইকেলটি চালাচ্ছিল। আতিকুল রূপগঞ্জ উপজেলার মুশুরী গ্রামের আবদুল মান্নানের ছেলে। দুর্ঘটনায় আতিকুলের বন্ধু মো. সাব্বির (১৬) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সে একই উপজেলার গোয়ালপাড়া এলাকার আবদুল ওহাদের ছেলে। দুজনই বাগবের এলাকার কর্ডোভা হাইস্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

নিহত আতিকুলের মামা রিপন মিয়া বলেন, ‘আতিকুল আমার ছোট ভাগনে। ছোটবেলা থেকেই ও আমার কাছে থেকে পড়াশোনা করেছে। এ বছর তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। রাতে বন্ধুদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল। ফেরার পথে দুর্ঘটনায় দুই বন্ধু আহত হয়। ভোরে আতিকুল মারা যায়।’

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া শেষে দুই শিক্ষার্থী মোটরসাইকেলে করে ফিরছিল। এ সময় গাজী সেতুর পশ্চিম পাড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খুঁটির সঙ্গে আঘাত লেগে আতিকুল ও তার বন্ধু সাব্বির গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আতিকুল নিজে মোটরসাইকেলটি চালাচ্ছিল বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।