সোনারগাঁয়ে জাপা ও যুবলীগ নেতার হাতাহাতি, দুজনই আটক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবলীগ ও জাতীয় পার্টির দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সোনারগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দরপত এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দুই নেতাকে আটক করেছে পুলিশ।
আটক নেতারা হলেন সোনারগাঁ পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম এবং পৌর জাতীয় পার্টির সহসভাপতি ও সোনারগাঁ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহ জালাল। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে তাঁরা উভয়ই দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী দুজন জানান, সোনারগাঁয়ে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেনের পক্ষে গণসংযোগ করতে তাঁর স্ত্রী ডালিয়া লিয়াকতের দরপত এলাকায় যাওয়ার কথা ছিল। এ উপলক্ষে শাহ জালাল সেখানে তাঁর লোকজন নিয়ে অবস্থান নেন। এ সময় যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম ও শাহ জালালের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।
অবৈধ গ্যাস–সংযোগ দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ওরফে নান্নু। তিনি প্রথম আলোকে বলেন, শাহ জালাল টাকার বিনিময়ে দরপত এলাকায় অবৈধ গ্যাস–সংযোগ দিয়েছিলেন। কয়েক মাস আগে তিতাসের লোকজন সেই অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এ নিয়ে এলাকাবাসী কাউন্সিলরের ওপর ক্ষুব্ধ। নির্বাচনকে সামনে রেখে আজ শাহ জালাল আবার অবৈধ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। আসাদ বাধা দিলে দুজনের মধ্যে হাতাহাতি হয়।
তবে জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেনের নির্বাচন সমন্বয়কারী মাহমুদুল আনোয়ারের দাবি, নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থীর স্ত্রী ডালিয়া লিয়াকতের দরপত এলাকায় যাওয়ার কথা ছিল। শাহ জালাল লোকজন নিয়ে সেখানে ছিলেন। তিনি স্থানীয় লোকজনকে আশ্বাস দেন, নির্বাচনে লিয়াকত হোসেন জয়ী হলে দরপত এলাকায় বৈধ গ্যাস–সংযোগের ব্যবস্থা করা হবে। সেখানে থাকা আসাদুল তখন শাহ জালালকে নিয়ে কটূক্তি করেন এবং তাঁকে বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবেন।
এদিকে দুই নেতাকে আটকের খবরে শনিবার রাতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা থানা প্রাঙ্গণে ভিড় করেন। রাত নয়টা পর্যন্ত থানার সামনে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে। রাত সাড়ে নয়টায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) শেখ বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, হাতাহাতির ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।