চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটের ফিশারিঘাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মীর কাশেম (৬২)। তিনি বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় লোকজন বলেন, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি মালুমঘাট পার হয়ে কক্সবাজারে যাওয়ার পথে মীর কাশেম কাটা পড়েন। এ সময় তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, লাশটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।