বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও

বিদ্যুৎস্পৃষ্টপ্রতীকী ছবি

ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্বামী। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্ত্রীও। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। আজ রোববার সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নাগের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক সগির আহমেদ (৫৩) ও তাঁর স্ত্রী শাহনাজ আক্তার (৩৮)। এক দিনে এই দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর শুনে সকাল থেকে শত শত মানুষ ভিড় করেন এই দম্পতির ঘরে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর বিষয়টি চণ্ডীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে সগির বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হন। দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।