ফসলি জমির পাশে পড়ে ছিল নিখোঁজ শ্রমিকের লাশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাদল শেখ (৪৫) নামের এক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার বারদী ইউনিয়নের আলগীরচর এলাকা থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, একটি ফসলি জমির পাশে নিহত ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে ছিল। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে আজ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করা হয়। মরদেহ গলে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, তা বোঝা যাচ্ছে না।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. ওবায়দুল (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
নিহত বাদল শেখ গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি বরিশালের বানারীপাড়ার বিশারকান্দি এলাকার মৃত বারেক শেখের ছেলে।
নিহত ব্যক্তির ভাই রবিউল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁর ভাই স্থানীয় ড্রেজার ব্যবসায়ী আফজাল হোসেনের সঙ্গে কাজ করতেন। ভাইয়ের সঙ্গে শনিবার রাতে সর্বশেষ কথা হয় তাঁদের। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বাদলকে হত্যা করা হয়েছে দাবি করে তিনি বলেন, কিছুদিন আগে নোয়াগাঁও ইউনিয়নের নাসিরউদ্দিন ও বৈদ্যেরবাজার ইউনিয়নের দেলোয়ার হোসেনের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে তাঁর ভাইয়ের ঝগড়া হয়েছিল। তখন তাঁরা বাদলকে হত্যার হুমকি দিয়েছিলেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে নাসির ও দেলোয়ারের সম্পৃক্ততা থাকতে পারে বলে তিনি মনে করেন।
ড্রেজার ব্যবসায়ী আফজাল হোসেন জানান, শনিবার রাত থেকে বাদলের ফোন বন্ধ ছিল। তিনি ভেবেছিলেন, বাদল কাজ ছেড়ে বাড়ি চলে গেছেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মো. ওবায়দুল (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।