নোয়াখালীতে সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

নোয়াখালীর সেনবাগ বাজারে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সতর্ক অবস্থান। মঙ্গলবার রাতে সেনবাগ থানার মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সংসদ সদস্য মোরশেদ আলম ও স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার (তমা মানিক) অনুসারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সেনবাগ বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ দুই পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সেনবাগ সরকারি কলেজে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বাফুফের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়ার এক অনুসারীর সঙ্গে সংসদ সদস্য মোরশেদ আলমের এক অনুসারীর হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। ওই ঘটনার জেরে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেট এলাকায় আতাউরের অনুসারীকে মারধর করে মোরশেদ আলমের অনুসারীরা। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে আটটার দিকে আতাউর রহমান ও মোরশেদ আলমের অনুসারীরা সেনবাগ বাজারে আসেন। এ সময় তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল ও কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটে। বেশ কিছু ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। তখন পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। সংঘর্ষ থামাতে গিয়ে সেনবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউছার ইটের আঘাতে আহত হন। একই সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের সামনেই হামলার শিকার হন আরটিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি জাহাঙ্গীর আলম পাটোয়ারী। পরে তাঁরা দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আশরাফুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, সংসদ সদস্য মোরশেদ আলম ও আতাউর রহমান দুজনেই সংসদ নির্বাচনে প্রার্থী। তাঁদের সমর্থকেরা অনেক দিন পর মিছিল করতে বাজারে জড়ো হয়েছিলেন। তখন দুই পক্ষের মধ্যে হালকা উত্তেজনা দেখা দেয়। এ সময় কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটে। দুই পক্ষকে থামাতে গিয়ে সামান্য আঘাত পান পুলিশের এএসআই কাউছার। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। পুলিশ টহলে রয়েছে।

আতাউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেওয়ার পর সাধারণ মানুষের মধ্যে উৎসব দেখা দেয়। এতে হতাশ হয়ে মোরশেদ আলম তাঁর অনুসারীদের দিয়ে এলাকায় বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। তাঁরা তাঁর (আতাউর) একজন কর্মীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন।

এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংসদ সদস্য মোরশেদ আলম বলেন, তিনি তাঁর অনুসারীদের বলে দিয়েছেন শান্ত থাকার জন্য। তাঁরা কোনো ধরনের মারামারি কিংবা ঝামেলায় জড়িত নন।