চলন্ত ট্রেনে উঠতে গিয়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন
দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে চাপা পড়ে ফিরোজ কবির (৩৫) নামের এক যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ রোববার বেলা ১১টার দিকে বিরামপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ফিরোজ কবির বিরামপুর পৌর শহরের শাহীনপুকুর মহল্লার ফুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশনে বিরতি দেয়। যাত্রী ওঠানামা শেষে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে রওনা দিলে ফিরোজ কবির নামের ওই যাত্রী দৌড়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে প্ল্যাটফর্মের নিচে পড়ে যান তিনি। এতে ট্রেনে কাটা পড়ে ওই যুবকের কোমরের নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ট্রেন দুর্ঘটনায় ওই যুবকের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।