ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে মানববন্ধন
ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর–৪ পুরোনো সংসদীয় আসনটির সীমানা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনের সড়কে ‘সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন (ফরিদপুর–৪) পুনরুদ্ধার কমিটি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ‘সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন (ফরিদপুর-৪) পুনরুদ্ধার কমিটি’র সদস্যসচিব মো. আখতার উজ্জামান, কমিটির সদস্য ফাহাদ খান, চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিকদার, বিএনপির সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলী, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেযারম্যান মো. জাহাঙ্গীর কবির, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত মাঝখানে ১৯৭৯ সাল ছাড়া প্রতিটি সংসদীয় নির্বাচনে সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন বহাল ছিল। তবে ২০০৮–এর সংসদীয় নির্বাচনের আগে প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা উপেক্ষা করে শুধু জনসংখ্যাকে গুরুত্ব দেওয়ার নামে ভাঙ্গা উপজেলা যুক্ত করে ফরিদপুর–৪ আসনটি (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) নতুন করে বিন্যাস করা হয়। এতে এই অঞ্চলের মানুষের ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থার অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই দ্রুত সদরপুর ও চরভদ্রাসন নিয়ে আগের মতো ফরিদপুর-৪ সংসদীয় আসনটি পুনর্বহালের দাবি জানাচ্ছেন। এ দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।