৮১ বছর বয়সী মতিয়া চৌধুরী ষষ্ঠবারের মতো জয়ী

মতিয়া চৌধুরীফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মতিয়া চৌধুরী বেসরকারি ফলাফলে ষষ্ঠবারের মতো জয়লাভ করেছেন। ৮১ বছর বয়সী এই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দুই প্রার্থী জামানত হারিয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর-২ আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এই দুই উপজেলার ১৫৪টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মতিয়া চৌধুরী ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ ঈগল প্রতীকে ৫ হাজার ৩৪২ ভোট পান। এ ছাড়া জাসদের প্রার্থী লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া মশাল প্রতীকে ৪ হাজার ৫৭৬ ভোট পান।

সৈয়দ মুহাম্মদ সাঈদ ও লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া জামানত হারিয়েছেন।
নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা কামাল বলেন, ‘মতিয়া আপা সততার প্রতীক। তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন। এলাকায় মতিয়া চৌধুরী কতটা জনপ্রিয়, তারই প্রমাণ পাওয়া গেল। ৮১ বছর বয়সেও তিনি সেরাদের সেরা।’