হবিগঞ্জের জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল যমুনা গ্রুপ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে যমুনা গ্রুপ। গতকাল শুক্রবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘হুর’ ব্যবস্থাপনা পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক (সুমন)। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও টেন মিনিট স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আয়মান সাদিক।
কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেন, ‘পড়াশোনার জায়গাটিকে আরও সমৃদ্ধ করতে হবে। পড়াশোনা ছাড়া কারও বড় হওয়ার সুযোগ নেই। তোমরা একদিন অনেক বড় হবে, সেটা আমার বিশ্বাস।’
টেন মিনিট স্কুলের সিইও আয়মান সাদিক বলেন, কৃতী শিক্ষার্থীরা এসএসসিতে পড়াশোনা করতে সময় পেয়েছে ২৬ মাস। সামনে এইচএসসিতে সময় পাবে ১৮ মাস । এই ১৮ মাসে ২৬ মাসের পড়াশোনার ৪ গুণ বেশি পড়তে হবে।
তিনি আরও বলেন, ‘স্বপ্ন ছাড়া কেউ বড় হতে পারে না। যারা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, আগেই নিজেকে এর জন্য তৈরি করতে হবে। স্বপ্নের জায়গাটি নিজেকেই তৈরি করতে হবে।’
গতকাল শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত চলে এ সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে ব্যারিস্টার সায়েদুল হক কৃতী শিক্ষার্থীদের মধ্যে আমগাছের চারা বিতরণ করেন। পরে কৃতী শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।