ট্রাকের নাম্বার প্লেট খুলে চোরাই চিনি পরিবহন, গ্রেপ্তার ১
সিলেটে ট্রাকের নাম্বার প্লেট খুলে চোরাই চিনি বহন করা হচ্ছিল। তবে ট্রাকটির নাম্বার ও অন্য কাগজপত্র ছিল। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের তল্লাশিচৌকিতে ওই ট্রাকসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই ঘটনায় ২৬৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য ১৫ লাখ ৮১ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যায় সিলেটের শাহপরান থানা এলাকার মুরাদপুর এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে ত্রিপলের নিচে থাকা ভারতীয় চোরাচালানের চিনি জব্দ করা হয়। এ ঘটনায় আশরাফুল ইসলাম (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি রাজশাহীর দামকুড়া জোতরাবন গ্রামে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতেই ট্রাকের নাম্বার প্লেট খুলে রাখা হয়েছিল। তবে পুলিশের তল্লাশিচৌকিতে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে একটি নাম্বার প্লেট ও কাগজপত্র পাওয়া যায়। পরে ট্রাকের পেছনে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় ২৬৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, চোরাকারবারিরা নতুন কৌশল হিসেবে ট্রাকের নাম্বার প্লেট খুলে চোরাই মালামাল পরিবহন করছে। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্দিষ্ট যানটি ‘টার্গেট’ করে আটক করতে না পারেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তার ট্রাকচালক জানিয়েছেন, চিনির মালিক সাদিকুর রহমান (৪৫), যাঁর বাড়ি জৈন্তাপুরের হরিপুর বালিপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছে। গ্রেপ্তার ব্যক্তিকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।