ময়মনসিংহে হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার শ্যালকের মৃত্যু
সন্ত্রাসী হামলায় আহত ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমানের (রবি) শ্যালক আখতারুল আলম শুভর (৩০) মৃত্যু হয়েছে। আহত হওয়ার ১৪ দিন পর আজ সোমবার সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে ১৩ মে রাতে উপজেলার দেওখোলা বাজারে সন্ত্রাসী হামলার শিকার হন এনামুর রহমান, তাঁর শ্যালক আখতারুল আলমসহ পাঁচ নেতা-কর্মী। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিনসহ থানায় ১৭ জনের নামে মামলা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, সম্প্রতি একটি অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে জয়নাল আবেদিন ও এনামুর রহমানের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর কয়েক দিন পর ১৩ মে রাতে দেওখোলা বাজারে এনামুর রহমান, আখতারুলসহ পাঁচ নেতা-কর্মীর ওপর হামলা হয়। মামলার ১৭ আসামির মধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বেশির ভাগ আসামিই আগাম জামিন পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এনামুর রহমান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোসলেম উদ্দিনের পক্ষে ছিলেন। জয়নাল ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক সরকারের পক্ষে। নির্বাচনে বিজয়ী হয়ে আবদুল মালেক সরকার সংসদ সদস্য হন। নির্বাচনের পর থেকে এনামুর রহমান ও জয়নালের মধ্যে বিরোধ চলে আসছিল।