নান্দাইলে কুকুরের কামড়ে জখম হয়ে যুবকের মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে কুকুরের কামড়ে জখম হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিমে নরসুন্দা নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইজাজুল (৩৭)। তিনি উপজেলার শেরপুর ইউনিয়নের উত্তর শেরপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে। ইজাজুল একটি কোম্পানির পণ্যের বিক্রেতা ছিলেন। তিনি ঘটনাস্থলের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজাজুল আজ ভোরে ভাড়া বাসার পাশে মসজিদে ফজরের নামাজ শেষে রাস্তায় হাঁটতে বের হন। রাস্তার ওপর শুয়ে থাকা একদল হিংস্র কুকুরের সামনে পড়েন তিনি। এ সময় কুকুরগুলো ইজাজুলকে কামড়ে ক্ষতবিক্ষত করে। তাঁর পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায় এবং মুখমণ্ডলও ক্ষতবিক্ষত হয়। এ সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দের কারণে ইজাজুলের চিৎকার আশপাশের কেউ শুনতে পাননি, ফলে কেউ এগিয়েও আসেননি। পরে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় কয়েকজন জানালেন, এলাকায় কুকুরের উৎপাত রয়েছে। এরা দলবদ্ধ হয়ে ঘুরে বেড়ায়। কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনতে পেলেও সেটি তাঁদের কাছে প্রতিদিনের ঘটনা মনে হয়েছে। মানুষের কোনো চিৎকার তাঁদের কানে পৌঁছায়নি। গত বৃহস্পতিবারও মহল্লার এক নারীকে কামড়িয়ে জখম করেছে কুকুরগুলো।
কুকুরের কামড়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।