সরিষাবাড়ীতে দুর্বৃত্তের আগুনে ট্রেনের ৩ বগি পুড়ে যাওয়ার ঘটনায় মামলা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল শনিবার গভীর রাতে দেওয়া আগুনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি পুড়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে সরিষাবাড়ী রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুস সালাম বাদী হয়ে নাশকতার অভিযোগে মামলা করেন। অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে জামালপুর রেলওয়ে থানায় মামলাটি করা হয়।
সরিষাবাড়ী রেলস্টেশনের স্টেশনমাস্টার আবুল কালাম হাওলাদার এবং বাংলাদেশ রেলওয়ে সরিষাবাড়ী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল কাদের প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা গতকাল দিবাগত রাত ১টা ৮ মিনিটে আগুন দেয়। সরিষাবাড়ী রেলস্টেশনের হোম সিগন্যালের কাছে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রাত ২টা ২১ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও ৩টি বগিতে অগ্নিসংযোগের কারণে যেতে পারেনি। আগুন লাগানোর খবর পেয়ে সরিষাবাড়ী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সাড়ে ৪ ঘণ্টা পর আজ সকাল ৬টা ৪৮ মিনিটে যমুনা এক্সপ্রেস ট্রেনটি সরিষাবাড়ী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। শত শত ট্রেনযাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।
সরিষাবাড়ী রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে তারাকান্দির উদ্দেশে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি গতকাল রাত ১টা ৫ মিনিটে সরিষাবাড়ী রেলস্টেশনে পৌঁছায়। রাত ১টা ৮ মিনিটে তারাকান্দির উদ্দেশে ট্রেনটি ছেড়ে যাওয়ার পরপরই দুর্বৃত্তরা ট্রেনের ক, খ ও গ বগিতে অগ্নিসংযোগ করে। ট্রেনের পরিচালক যাত্রীদের চিৎকার শুনে গিয়ে দেখেন, ট্রেনের তিনটি বগিতে আগুন জ্বলছে। ট্রেনটি সেখানে থামানো হয়।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রুহুল আমিন বলেন, তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে চার যাত্রী আহত হন। তাঁরা হলেন তারাকান্দি গ্রামের মমতাজ বেগম, জেলি বেগম, লাবণী আক্তার ও আশিকা সুলতানা। স্থানীয় লোকজন তাঁদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত যাত্রী লাবণী আক্তার বলেন, ‘সরিষাবাড়ী রেলস্টেশন থেকে ট্রেনটি তারাকান্দি স্টেশনের উদ্দেশে ছেড়ে দেওয়ার দুই মিনিট পরই আমাদের ক বগিতে আগুন জ্বলে ওঠে। পরে ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে আহত হই।’
আন্তনগর যমুনা ট্রেনের পরিচালক মাসুদুর রহমান বলেন, ঘটনার পর লাইন ক্লিয়ার দেওয়ায় সাড়ে ৪ ঘণ্টা দেরিতে আজ সকাল ৬টা ৪৮ মিনিটে সরিষাবাড়ী স্টেশন থেকে ঢাকার উদ্দেশে যমুনা এক্সপ্রেস ট্রেনটি ছাড়া হয়।
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন।