কক্সবাজারে বন্য হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

বন্য হাতি
প্রথম আলো ফাইল ছবি

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের দুর্গম পাহাড় তুলাইম্মা খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুরের নাম জাফর আলম (৫৫)। তিনি উপজেলার টৈটং ইউনিয়নের আবাদিঘোনা এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন, জমির উদ্দিন ও মো. কাইছার বলেন, গতকাল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জের হলদিয়ার ঘোনা এলাকায় সরকারি বাগানে দৈনিক মজুরির শ্রমিক হিসেবে জাফর আলমসহ ১০-১২ জন কাজ করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে তুলাইম্মা খোলা এলাকায় হঠাৎ তিনটি বন্য হাতি তাঁদের সামনে পড়ে। এ সময় একটি বন্য হাতির আক্রমণে জাফর আলম ঘটনাস্থলেই মারা যান।

বারবাকিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হাবিবুল হক বলেন, হলদিয়ার ঘোনা এলাকায় বাগানে ২০২১-২২ অর্থবছরের চারা গাছ রোপণের কাজ চলছিল। বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে জাফর আলম বন্য হাতির আক্রমণের শিকার হন। পরে প্রশাসন ও পুলিশকে বিষয়টি জানানো হয়। রাত আটটার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।