নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে মিছিল নিয়ে আসছেন নেতা–কর্মীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিতে সমর্থকেরা আসতে শুরু করেছেন। আজ বেলা সোয়া ১১টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের সামনেছবি: দিনার মাহমুদ

নারায়ণগঞ্জে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভায় অংশ নিতে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় শহরের ইসদাইরে এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন শেখ হাসিনা।

সরেজমিন দেখা গেছে, আজ বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসতে শুরু করেছেন। জনসভা উপলক্ষে মাঠে নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনে বাঁশ দিয়ে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ নেতাদের বসার ব্যবস্থা করা হয়েছে। জনসভাস্থলের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোয়ও বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

১৬ বছর ধরে শহরের বাবুরাইল এলাকায় ভাড়া থাকেন ষাটোর্ধ্ব সেকেন্দার আলী। পেশায় কলা বিক্রেতা তিনি। তাঁর বাড়ি পটুয়াখালী জেলার পুকুরজানি এলাকায়। তিনি প্রথম আলোকে বলেন, ‘জীবনভর নৌকায় ভোট দিয়ে আসছি। নেত্রীর মিটিংয়ে আসছি নেত্রীর কথা শুনতে। আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতাসহ যেসব সুযোগ-সুবিধা দিয়েছে, তা অন্য কোনো সরকার দেয়নি।’

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ছবি: প্রথম আলো

জনসভাস্থলে আসা নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকার বাসিন্দা গৃহিণী রোমানা আক্তার বলেন, ‘আওয়ামী লীগকে ভালোবাসি। আমরা আওয়ামী লীগ পরিবার। নেত্রীকে দেখতে আসছি। নেত্রীর কথা শুনতে আসছি।’

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রথম আলোকে বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতা–কর্মীরা জনসভায় অংশ নেবেন। জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছেন, মাঠ ভরে আশপাশে সড়কে ও পাশের মাঠে লোকজন দাঁড়াবেন। নির্বাচনে অংশ নেওয়া পাঁচটি সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত চার প্রার্থী ও লাঙ্গলের প্রার্থীও জনসভায় থাকবেন। তাঁদের নেতা–কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন দলীয় প্রধান।

আরও পড়ুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিতে সমর্থকেরা আসতে শুরু করেছেন। আজ বেলা সোয়া ১১টায় নারায়ণগঞ্জ শহরের ইসদাইরে এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের সামনে
ছবি: প্রথম আলো

জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রীর আগমন ও জনসভাস্থলে সাড়ে তিন হাজার ফোর্স মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সঙ্গে সমন্বয় করে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। আশা করছেন, সুষ্ঠু ও সুন্দরভাবে আওয়ামী লীগের জনসভা শেষ করতে পারবেন।

এর আগে ২০১১ সালের ২০ মার্চ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সিদ্ধিরগঞ্জের ১০০ মেগাওয়াট ও বন্দর উপজেলার মদনগঞ্জে ১০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছিলেন। প্রায় ১২ বছর ৯ মাস পর তিনি আবার নারায়ণগঞ্জে আসছেন।

আরও পড়ুন