শ্রীপুরে ঘরবাড়ি গুঁড়িয়ে বনের জমি উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় বনের জমি উদ্ধার করে সেখানে গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার দুপুরে
ছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নয়নপুর এলাকায় অভিযান চালিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে বনের ৩ একর ৮ শতক ভূমি উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চলে।

ঢাকা বন বিভাগের শ্রীপুর রেঞ্জ কার্যালয়ের তত্ত্বাবধানে এই অভিযানে বেশ কিছু স্থাপনা উচ্ছেদের পর উদ্ধার করা বনভূমিতে গাছের চারা রোপণ করেছে বন বিভাগ। উচ্ছেদের সময় জমিতে থাকা বিভিন্ন স্থাপনার সরঞ্জাম জব্দ করা হয়। পরে জব্দ করা সরঞ্জামগুলো বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে নিয়ে রাখা হয়।

স্থানীয় কয়েকজন জানান, রিপন ফকির, দুলাল মিয়াসহ কয়েকজন বন বিভাগের ওই জমিতে দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করেন। তবে ওই জমিসহ এলাকার প্রচুর জমি বন বিভাগের নামে থাকায় সেখানে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা আছে। এর আগেও ওই জমিতে বন বিভাগ উচ্ছেদ অভিযান চালিয়েছিল। কিন্তু ওই জমি আবার দখল হয়ে যায়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সবশেষ ওই জমিতে জোরপূর্বক দখল নেওয়ার চেষ্টা করেন রিপন ফকির, দুলাল ফকিরসহ স্থানীয় কয়েকজন। সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং জবরদখলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন বিভাগ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বনের জমি উদ্ধার করে সেখানে বনায়ন করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের শ্রীপুর ফরেস্ট রেঞ্জার মুকলেছুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, অবৈধভাবে জবরদখল করার দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই জমি পুনরায় দখলের চেষ্টা করলে আরও কঠোর ব্যবস্থা নেবে বন বিভাগ।

তবে জমির দখলদারদের একজন রিপন ফকির মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের এই জমিতে এক শতাংশও বনের জমি নাই। স্থানীয় ইমান আলী আমার বাবা আলাল উদ্দিনের কাছে এই জমি বিক্রি করেছেন। বন বিভাগের নামে গেজেট থাকায় আমাদের ঘরবাড়িগুলো ভেঙেচুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’