সিলেটে ব্যাংকের বুথ থেকে ২৬ লাখ টাকা চুরি, গ্রেপ্তার ১
সিলেটে ডাচ্–বাংলা ব্যাংকের একটি বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির অভিযোগে মামলা হয়েছে। মামলায় আসামির তালিকায় দুজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও কয়েকজনকে।
আজ শুক্রবার সকালে সিলেট মহানগরের বিমানবন্দর থানায় মামলাটি করেন বুথে টাকা সরবরাহে নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের সিলেটের ইনচার্জ সন্দীপন দাস। মামলায় একই প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা আলবাব হোসেন ও আমিনুল হকের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে আলবাব হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সিলেটে ডাচ্–বাংলা ব্যাংকের সুবিদবাজার এলাকার এটিএম বুথে ২৭ লাখ ৭৫ হাজার টাকা জমা করা হয়। তবে ৩০ অক্টোবর বুথে গিয়ে ২৬ লাখ ৩২ হাজার টাকার গরমিল পাওয়া যায়। পরে বুথের সিসিটিভির ভিডিও ফুটেজে ২৮ অক্টোবর রাত ১২টার দিকে মাথায় কালো ক্যাপ, মুখে মাস্ক পরে দুই থেকে তিনজন ব্যক্তিকে ব্যাংকের বুথের ভল্ট খুলে টাকা চুরি করতে দেখা যায়। সিকিউরেক্স প্রাইভেট কোম্পানি লিমিটেডের সিলেট অঞ্চল থেকে ঢাকায় যোগাযোগ করে মামলা করায় কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মামলার বিষয়ে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন বলেন, মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি পুলিশ আরও বিস্তারিতভাবে তদন্ত করছে। প্রতিষ্ঠানটির অভিযোগে, যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা নিজেরা ও অন্যদের সঙ্গে যোগসাজশ করে বুথে পাসওয়ার্ড দিয়ে ভল্ট থেকে টাকা সরিয়েছেন।