এমপি আনোয়ারুল হত্যা মামলার আসামি কাজী কামালকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর

এই প্রিজন ভ্যানে ঝিনাইদহে আনা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলার আসামি আসামি কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ জেলা কারাগারের সামনে
ছবি: প্রথম আলো

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম হত্যা মামলার আসামি কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে ঝিনাইদহ জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে নিয়ে প্রিজন ভ্যান ঝিনাইদহের উদ্দেশে রওনা দেয়। বিকেল চারটার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রিজন ভ্যানটি ঝিনাইদহ কারাগারে এসে পৌঁছায়।

আরও পড়ুন

কাজী কামাল আহমেদ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক। সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলায় ১৪ জুন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁকে ঝিনাইদহে নিয়ে আসার খবরে সংবাদকর্মীরা আজ সকাল থেকেই কারাগার ও তার আশপাশের এলাকায় অবস্থান নিয়ে অপেক্ষা করতে থাকেন। বিকেল ৪টার দিকে হুইসেল বাজিয়ে একটি প্রিজন ভ্যান এবং সামনে পেছনে আরও দুইটি পুলিশের গাড়ি দ্রুতগতিতে জেলখানা সড়কে প্রবেশ করে। সংবাদকর্মীরা ছুটে গেলে কারাগারের বাইরের ফটকের সামনে তাঁদের থামিয়ে দেওয়া হয়। পরে প্রিজন ভ্যান থেকে মাথায় হেলমেট পরা একজনকে নামিয়ে দ্রুত কারাগারের ভেতর নিয়ে যেতে দেখা যায়।

আরও পড়ুন

এর আগে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন স্থানে পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে মোড়ে মোড়ে টহল চলছিল। দুপুরের পর থেকে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করে পুলিশ। পুলিশের একটি সূত্র জানায়, কাজী কামাল আহমেদকে নিয়ে আগামীকাল বুধবার তাঁর ফেলে দেওয়া মুঠোফোনসহ আলামত উদ্ধারে অভিযান হতে পারে।

ঝিনাইদহ জেলা কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে ঝিনাইদহ কারাগারে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে এই মামলায় গ্রেপ্তার অপর আসামি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিমের (মিন্টু) মুক্তির দাবিতে আজও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিকেলে সদর উপজেলার মধুপুর চৌরাস্তা বাজারে কালীচরণপুর ইউনিয়নের জনগণের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে রাজনৈতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

এ সময় বক্তব্য দেন কালীচরণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওহিদুজ্জামান উজ্জ্বল, পৌর শ্রমিক লীগের সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক ছোটন হাসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খানজা রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। বক্তারা সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় সাইদুল করিমকে ফাঁসানো হয়েছে অভিযোগ করে অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানান।

আরও পড়ুন