শবে বরাতের আমেজে তৃতীয় ধাপের ইজতেমা চলছে তুরাগতীরে

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা ময়দানপ্রথম আলোর ফাইল ছবি

গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে পবিত্র শবে বরাতের আমেজে চলছে তৃতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন। ভারতের মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের এই ইজতেমা আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আজ শনিবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদের আমবয়ানের মধ্য দিয়ে শুরু দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর চলছে বয়ান ও তালিম।

মাওলানা সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম প্রথম আলোকে বলেন, ‘বিগত বছরগুলো থেকে আমাদের এবারের ইজতেমা একটু ভিন্ন। এবার ইজতেমায় আমরা শবে বরাত পেয়েছি। অধিকাংশ মুসল্লিই আজ রোজা রেখেছেন। ফজরের নামাজের পর থেকে ধাপে ধাপে মুরব্বিদের বয়ান চলছে। মুসল্লিরা রোজা রাখার পাশাপাশি বয়ান শুনছেন। বয়ানের মাঝখানে তালিমের পাশাপাশি বিভিন্ন ইবাদতে সময় পার করছেন।’

আজ দুপুর ১২টার দিকে সরেজমিন দেখা যায়, তুরাগতীরের বিশাল ইজতেমা মাঠে হাজারো মুসল্লির সমাগম। মুসল্লিরা অবস্থান করছেন বাঁশ ও চটের তৈরি শামিয়ানার নিচে। ফজরের নামাজের পর শুরু হওয়া আমবয়ান শেষ হয় সকাল ১০টায়। এর পর থেকে খিত্তায় খিত্তায় চলছে তাবলিগের বিভিন্ন বিষয়ের ওপর তালিম। বেশির ভাগ মুসল্লি রোজা রাখায় মাঠে সেভাবে রান্নাবান্নার ব্যস্ততা নেই।

ইজতেমা মাঠের একটি পানির চৌবাচ্চায় অজু করছেন মুসল্লিরা। আজ শনিবার দুপুরে টঙ্গীর ইজতেমা মাঠে
ছবি: আল-আমিন

কথা হয় কুড়িগ্রামের রৌমারী উপজেলার তাবলিগের সাথি মো. হাসান আলীর সঙ্গে। তিনি শবে বরাতের রোজা রেখেছেন। তালিমের ফাঁকে একটি ইসলামি বই পড়ছিলেন তিনি। হাসান আলী বলেন, ‘আমি প্রায় ১৭ বছর ধরে তাবলিগের সাথি হয়ে ইজতেমায় আসি। কিন্তু এবারই প্রথম ইজতেমার মাঝে শবে বরাতের রোজা পড়েছে। রাতে সব মুসল্লিরা একসঙ্গে নামাজ পড়েছি। আজ আবার একসঙ্গে রোজা রেখেছি। এটা অন্য রকম আনন্দ। পুরো মাঠে একধরনের আমেজ বিরাজ করছে।’

তাবলিগ জামাতের বিবদমান বিরোধের কারণে এবারই প্রথম তিন ধাপে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গত ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দুই ধাপে ইজতেমা পালন করেন শুরায়ে নেজাম বা বাংলাদেশের মাওলানা জোবায়েরের অনুসারীরা। এরপর তৃতীয় ধাপে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হয় ভারতের মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের ইজতেমা। এ ইজতেমা চলবে আগামীকাল রোববার পর্যন্ত।

আরও পড়ুন
আরও পড়ুন