প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, নীলফামারীতে তরুণ গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে নীলফামারীর ডিমলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ডাঙ্গারহাট গ্রাম থেকে ওই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। গ্রেপ্তার ওই তরুণের নাম আনারুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে ডিমলা থানায় একটি মামলা হয়েছে।
পুলিশ জানায়, আনারুল ইসলাম তাঁর ‘স্বপ্নময় পৃথিবী’ নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। এতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে আপত্তিকর কথা লেখেন। ছবি বিকৃতি ও মানহানিকর পোস্ট দেওয়ার ঘটনায় একই গ্রামের লেলিন ইসলাম (৩০) নামের এক যুবক বাদী হয়ে থানায় মামলা করেছেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, সাইবার আইনের মামলায় ওই তরুণকে গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।