মঠবাড়িয়ায় ভোট দিতে যাওয়ার পথে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে আহত
ভোট দিতে ভোটকেন্দ্রে যাওয়ার পথে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রুস্তম আলী ফরাজীর দুই সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৩৫ নম্বর নাঙ্গাভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন নাঙ্গাভাংগা গ্রামের আমির হোসেন (৫৫) ও শাহ আলম (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থী মো. রুস্তম আলী ফরাজীর সমর্থক আমির হোসেন ও শাহ আলম ভোট দিতে ভোটকেন্দ্রে যাচ্ছিলেন। ৩৫ নম্বর নাঙ্গাভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে অপর স্বতন্ত্র প্রার্থী শামিম শাহনেওয়াজের ১০ থেকে ১২ কর্মী লাঠি দিয়ে ওই দুজনকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠান।
এ ঘটনার খবর পেয়ে ওই এলাকার দায়িত্বে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, দুর্বৃত্তরা দুই ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছেন।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো. রুস্তম আলী ফরাজী দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আর শামিম শাহনেওয়াজ জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুর রহমানের বড় ভাই। তিনি পেশায় ব্যবসায়ী। আশরাফুর রহমান এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন। পরে জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়া হলে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী মাসরেকুল আজমসহ আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।