চট্টগ্রামে ১২ কোটি টাকার কমলা-মাল্টা ও মসলা মাটিচাপা
চট্টগ্রামের হালিশহরে মাটিচাপা দেওয়া হচ্ছে পাঁচ লাখ কেজি ওজনের প্রায় ১২ কোটি টাকার কমলা, মাল্টাসহ নষ্ট হয়ে যাওয়া পচনশীল পণ্য। আজ সোমবার চট্টগ্রাম বন্দর থেকে সরিয়ে নিয়ে হালিশহরে সিটি করপোরেশনের ডাম্পিং চত্বরে এসব ফল মাটিচাপা দেওয়ার কাজ শুরু হয়। সব পণ্য ধ্বংস করতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।
চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তারা জানান, ২০২৩ থেকে চলতি বছর চট্টগ্রাম বন্দর দিয়ে এসব পণ্য আমদানি হয়। মোট ১১ জন ব্যবসায়ী এসব পণ্য আমদানি করেন। তবে তাঁরা খালাস নেননি।
জানতে চাইলে কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমদানিকারকেরা খালাস না নেওয়ায় এসব পণ্য নিলামে তোলা হয়। অনেক পণ্য নিলামে বিক্রি হয়নি। আবার নিলামে বিক্রি হলেও খাওয়ার উপযোগী বলে সরকারি সংস্থার সনদ পাওয়া যায়নি। খাওয়ার অনুপযোগী হওয়ায় এসব পচনশীল পণ্য ধ্বংস করা হচ্ছে।
কাস্টমস কর্মকর্তারা জানান, মোট ২১ কনটেইনারে কমলা–মাল্টা ও ড্রাগন ফল রয়েছে ৩ লাখ ৮৯ হাজার কেজি। বাজারমূল্য অনুযায়ী এসব ফলের দাম ৯ কোটি ৮২ লাখ টাকা। এর বাইরে পেঁয়াজ ও আদা রয়েছে এক লাখ কেজি। এ দুটি পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা।
কাস্টমসের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা হলেও এসব ফলের আমদানিমূল্য ছিল প্রায় চার কোটি টাকা। আমদানিকারকেরা খালাস না নেওয়ায় এবং নিলামে বিক্রি করতে না পারায় এসব পণ্য থেকে সরকার কোনো রাজস্ব পায়নি।