হালদায় ডলফিন-রুইয়ের পর এবার ভেসে উঠল দুটি মরা মা মাছ

হালদা নদীতে ডলফিন, রুইয়ের পর এবার দুটি মরা মা কাতলা মাছ উদ্ধার। আজ দুপুরে নদীর হাটহাজারীর উত্তর মাদার্শার কুমারখালী ঘাটএলাকায়সংগৃহীত

প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদীতে দুটি মা কাতলা মারা গেছে। এর মধ্যে একটি ১৬ কেজি এবং অন্যটি ১০ কেজি ওজনের। আজ শুক্রবার দুপুরে নদীটির চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের কুমারখালী অংশ দিয়ে মরা মাছ দুটি ভেসে যাওয়ার সময় স্বেচ্ছাসেবকেরা উদ্ধার করেন।

উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহেদুল আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুটি মাছের মধ্যে একটি উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে মাটি চাপা দেওয়া হয়েছে। অন্যটি পাঠানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরিতে।

হালদা নদীতে ডলফিন, রুইয়ের পর এবার দুটি মরা মা কাতলা মাছ উদ্ধার। আজ দুপুরে নদীর হাটহাজারীর উত্তর মাদার্শার কুমারখালী ঘাটএলাকায়

এর আগে গত বুধবার রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাকর আলী চৌধুরী ঘাট এলাকা দিয়ে ভেসে যাওয়ার সময় একটি ১০ কেজি ওজনের মরা মা রুই মাছ উদ্ধার করা হয়। আগের দিন মঙ্গলবার বিকেলে নদীর হাটহাজারী অংশের গড়দোয়ারা সিপাহীঘাট এলাকায় ৯০ কেজি ওজনের একটি মরা ডলফিন ভেসে ওঠে।

হালদা নদীবিষয়ক গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের শিক্ষক মো. শফিকুল ইসলাম বলেন, দুটি মা মাছ মরার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। ১৬ কেজি ওজনের মাছটির গায়ে ক্ষত দেখা গেছে। প্রজনন মৌসুমে একের পর এক মরা মা মাছ ভেসে ওঠা উদ্বেগজনক জানিয়ে মো. শফিকুল ইসলাম আরও বলেন, নদীতে দূষণের প্রভাব বেড়েছে। শাখা খালগুলো দিয়ে হালদা প্রতিনিয়ত দূষিত হওয়ার খবর পাওয়া যায়। বিষাক্ত বর্জ্য মা মাছ মরার কারণ হতে পারে।