লক্ষ্মীপুরে ‘ইভ টিজিং সইতে না পেরে’ ছাত্রীর আত্মহত্যা, নোয়াখালীতে তরুণ গ্রেপ্তার
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক তরুণকে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মো. ওমর ফারুক ওরফে রাহিম (২০) নামের ওই তরুণ লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা।
গতকাল শুক্রবার রাত আটটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকা থেকে মো. ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। রাতে র্যাব-১১, সিপিসি-৩ ও নোয়াখালী কোম্পানি কমান্ডারের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। বাবা বিদেশে থাকায় মায়ের সঙ্গে বাড়িতে থেকে পড়ালেখা করত সে। মাদ্রাসায় যাওয়া-আসার পথে ওমর ফারুক তাকে উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করতেন। একপর্যায়ে ওই ছাত্রীর সঙ্গে তাঁর শারীরিক সম্পর্ক হয়েছে বলে এলাকায় অপপ্রচার চালাতে থাকেন ওমর ফারুক। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য লোকজন ওমর ফারুককে সতর্ক করলে তিনি ক্ষিপ্ত হয়ে বেপরোয়া আচরণ শুরু করেন। পাশাপাশি ওই ছাত্রীকে হুমকি দেওয়া শুরু করেন। মাদ্রাসাছাত্রী আসামির এমন কার্যকলাপ সইতে না পেরে অপমানিত হয়ে রাগে-ক্ষোভে চিরকুট লিখে গত ২৩ আগস্ট দুপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর ওই ছাত্রীর মা বাদী হয়ে কমলনগর থানায় মামলা করেন।
র্যাবের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, ঘটনার পরপরই র্যাব বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত ওমর ফারুককে আইনের আওতায় আনতে অভিযান শুরু করে। গতকাল রাতে র্যাব জানতে পারে, ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জের জমিদারহাট এলাকায় অবস্থান করছেন। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাঁকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁকে আজ শনিবার আদালতে হাজির করা হবে।