দিনাজপুরে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ১২ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী একটি শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনার পর আজ শনিবার শিশুটির বাবা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম পরিতোষ চন্দ্র (৪২)। তিনি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী। তিনি পেশায় একজন কৃষিশ্রমিক। ঘটনার পর থেকে তিনি পলাতক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রতিবেশী পরিতোষ শিশুটিকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। শিশুটির মা আলাদা থাকেন। বাবা অটোরাইস মিলে শ্রমিকের কাজ করেন। গতকাল সকালে মেয়েকে বাড়িতে একা রেখে পার্শ্ববর্তী বাজারে যান শিশুটির বাবা। ঘণ্টাখানেক পর বাড়িতে ফিরে মেয়ের চিৎকার শুনতে পান। এ সময় পরিতোষকে দেখেন তাঁর মেয়েকে ধর্ষণ করছেন। শিশুটির বাবার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান পরিতোষ। এজাহারে আরও বলা হয়েছে, এর আগেও শিশুটির সঙ্গে এ ধরনের অন্যায় কাজের চেষ্টা করেছেন পরিতোষ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, ‘মানসিক প্রতিবন্ধী একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষা–নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছেন। আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করতে কাজ করছি।’