উখিয়ার আশ্রয়শিবিরে সন্ত্রাসী হামলা, রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে মুখোশধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে মোহাম্মদ সালাম (৩০) নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে উখিয়ায় কুতুপালং ২ নম্বর (ইস্ট) রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি ব্লকে এ ঘটনা ঘটেছে।

মোহাম্মদ সালাম ওই আশ্রয়শিবিরের ডি ব্লকের বাসিন্দা রশিদ আহমদের ছেলে। মঙ্গলবার রাতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা ও পুলিশ সূত্রে জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই আশ্রয়শিবিরে ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী মোহাম্মদ সালামের ওপর হামলা চালায়। এ সময় ওই যুবককে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান শিবিরের বাসিন্দারা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সালামকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, মুখোশধারী দুর্বৃত্তরা কী কারণে ওই যুবককে গুলি করেছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই এলাকার টহল জোরদারের পাশাপাশি জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত পৌনে ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক রোহিঙ্গা নাগরিককে হাসপাতালে আনা হয়েছে। তাঁর শরীরে দুটি গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, শিবিরে দুর্বৃত্তের হামলায় এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মারাত্মক আহত অবস্থায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।