পিরোজপুরে দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

পিরোজপুর জেলার মানচিত্র

পিরোজপুর শহরে মো. শাহারুল শেখ (৫২) নামে এক ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে জেলা শহরের কালীবাড়ি সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাহারুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্যবসায়ী শাহারুল শেখ ইন্দুরকানি উপজেলার লাউরী গ্রামের মৃত তৈয়ব আলী শেখের ছেলে। তিনি পিরোজপুর শহরে ফলের ব্যবসা করেন।

হাসপাতালের চিকিৎসক ও আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, শাহারুল শেখের সঙ্গে জমি নিয়ে একই গ্রামের কয়েকজনের বিরোধ চলছিল। ওই ব্যক্তিরা শাহারুলকে হুমকি দিয়ে আসছিলেন। গতকাল রাতে শাহারুল দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে শহরের কালীবাড়ি সড়কের হুমায়ূন মঞ্জিলের সামনে কয়েকজন তাঁর ওপর হামলা করেন। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শাহারুলের মাথায়, দুই হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুহিতোষ দাস বলেন, হামলায় আহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম আছে। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ার উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম আজ শনিবার সকাল ১০টার দিকে প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জের ধরে শাহারুল শেখকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলা প্রক্রিয়াধীন।